আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের সকল প্রার্থী সমান অধিকার পাবে বললেন, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউর করিম মল্লিক। রোববার, (১৮ই ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নির্বাচন কেন্দ্রীয় নিরাপত্তা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউর করিম মল্লিক এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও আগামী নির্বাচনে সাধারণ মানুষ যাতে তাদের মূল্যবান ভোট প্রদান করতে পারে তার লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিক কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে। নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন করতে যা যা করার আমরা করবো। জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের ভুমিকা থাকবে নিরপেক্ষ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ -উজ- জামান, গোপালগঞ্জ জেলা পুলিম সুপার মো. হাবিবুল্লাহ, উপ-পরিচালক এনএসআই গোপালগঞ্জ মোহাম্মাদ আবু হেনা মোস্তফা কামাল, সেনা ক্যাম্প কমান্ডার মেজর জুভেন ইসলাম ওয়াহিদ, গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. ওলিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ আফতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সদর সার্কেল সাখাওয়াত হোসেন সেন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদসহ সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল)নাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান ও গোপালগঞ্জ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ এ সভায় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :