নরসিংদীর শিবপুরে সালুরদিয়া আদর্শ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার দিনব্যাপী উপজেলার পুটিয়া ইউনিয়নের সালুরদিয়া আদর্শ একাডেমির উদ্যোগে অত্র বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সালুরদিয়া আদর্শ একাডেমির সভাপতি সাংবাদিক এসএম আরিফুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবেদ টেক্সটাইল লিঃ এর পরিচালক মাহবুবুর রহমান মনির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক কাজী সাহেদুজ্জামান সাহেদ।
পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জোবায়ের মোল্লা, গাজী সাখাওয়াত হোসেন ও মামুন মোল্লা। সার্বিক সহযোগিতায় ছিলেন সালুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এসএম সেলিম। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
আপনার মতামত লিখুন :