ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজদীখানে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি

আনিছুর রহমান রুবেল , ক্রাইম রিপোর্টার

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৫১ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান। রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকে তিনি উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজদীখান উচ্চ বিদ্যালয়, মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.ফারুক হোসেন।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে ওসি মো. আব্দুল হান্নান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজন নিশ্চিত করতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।

Advertisement

Link copied!