ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে নূরনগর ব্লাড ব্যাংক সংগঠনের উদ্যোগে 'ন্যায্য মূল্যের ইফতার বাজার' ব্যানারে বিক্রি হচ্ছে ইফতার সামগ্রী। শনিবার (১৫ মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে অস্থায়ী ন্যায্য মূল্যের বাজারে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
তাঁদের ন্যায্য মূল্যের ইফতার বাজারে, ছোলা ৮০ টাকা কেজি, মুড়ি ৫৫ টাকা কেজি, চিড়া ৪০ টাকা কেজি, চিনি ১০০ টাকা কেজি, খেজুর ১৯০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
সংগঠনের সদস্য আব্দুল্লাহ বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে অসহনীয় দামে পণ্য বিক্রি করছে কিছু সিন্ডিকেট ব্যবসায়ী, যা নিম্ন আয়ের মানুষগুলো বেশি দামে কিনতে কষ্ট হচ্ছে। তাই আমরা নূরনগর ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে ন্যায্য মূল্যের ইফতার বাজারের আয়োজন করেছি। যা বাজারের দাম থেকে অনেকটা কম দামে আমরা বিক্রি করছি। এতে করে নিম্ন আয়ের মানুষদের মাঝে স্বস্তি ফিরেছে। আমরা ভালো সাড়া পেলে আমরা চেষ্টা করবো প্রতিদিন ন্যায্য মূল্যের ইফতার সামগ্রী বাজার চালু রাখতে, ইনশাআল্লাহ।
ক্রেতারা বলেন, এখানে বাজারের তুলনায় অনেকটা কম দামে কিনতে পেরে ভালো লেগেছে। তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানাই। তারা দাবি জানান, বাজারের সিন্ডিকেট দমন করতে এ ধরনের কর্মসূচি আরও বেশ কিছুদিন চালিয়ে যেতে হবে।
নূরনগর ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল্লাহ, মোঃ আশরাফুল, মোঃ পায়েল আহমেদ, মোঃ সায়িম, মোঃ নাঈম, মোঃ ইমামুল, মোঃ নাঈমুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, মোঃ রিফাদ, মোঃ রাফি, মোঃ রায়হান,মোঃ তুষার, মোঃ সুজন, মোঃ তুষার,মোঃ সাব্বির প্রমুখ।
আপনার মতামত লিখুন :