Noman Group Advertisement

বিএনপি নেতা কামরুলকে গুলি করে হত্যা, সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ মে, ২০২৫, ০৯:৫৩ এএম

ঢাকার মধ্যবাড্ডায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা কামরুল আহসান সাধন নিহত হয়েছেন। রোববার (২৫ মে) দিনগত রাতে মধ্যবাড্ডার গুদারাঘাটে সাবেক কাইয়ুম কমিশনারের বাসার কাছে এ ঘটনা ঘটে। 

নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনৈতিক কাজ শেষে গুদারাঘাট ৪নং রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কামরুল। এসময় হঠাৎ দুজন এসে এলোপাতাড়ি গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় কামরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কামরুলের বুকের ডানে-বামে, পিঠে ও ঘাড়ে গুলি লেগেছে। তবে কে বা কারা ‍গুলি করেছেন তা এখনও নিশ্চিত করা যায়নি। 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রাতে মধ্যবাড্ডার গুদারাঘাটের ৪ নম্বর গলিতে কামরুল নামে ওই ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পুলিশ আরও জানায়, নিহত কামরুল গুলশান বিএনপির যুগ্ম সম্পাদক। তিনি পেশায় ডিশ ব্যবসায়ী ছিলেন। তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Link copied!