দেশের টানে বিদেশের আরাম-আয়েশ ছেড়ে আবারও মাটির মানুষের পাশে দাঁড়ালেন ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ। সমাজ উন্নয়ন ও নাগরিক সচেতনতার অংশ হিসেবে তার গড়া আকন্দ ফাউন্ডেশন পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন তিনি।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী “পরিচ্ছন্নতা অভিযান”।
অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও পথচারীরা অংশ নেন। হাতে ঝাড়ু, গ্লাভস আর পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে তারা পরিষ্কার করেন রাস্তা, ডিভাইডার ও আশপাশের বাজার এলাকা। মুহূর্তেই চৌরাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে সামাজিক সচেতনতার উৎসব।
ব্যারিস্টার জাহিদ হাসান বলেন,চাইলে বিদেশেই থেকে বিলাসী জীবনযাপন করা যেতো। কিন্তু আমার জন্ম এই মাটিতে, এই মানুষের মাঝে। তাই দেশের জন্য কিছু করা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্য নয়—এটি আমাদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা।
তিনি আরও বলেন,প্রতিটি নাগরিক যদি নিজ এলাকার পরিচ্ছন্নতায় একটু সচেতন হয়, তাহলে গাজীপুর হবে দেশের পরিচ্ছন্নতম শহর।
পরিবেশ অধিদপ্তর গাজীপুর শাখার এক কর্মকর্তা বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারি কাজ নয়, এটি সামাজিক দায়িত্বও। আকন্দ ফাউন্ডেশনের এই কার্যক্রম অনুকরণীয়।
স্থানীয় বাসিন্দা মো. সিরাজুল ইসলাম বলেন, আমাদের সন্তান জাহিদ হাসানের এমন উদ্যোগে আমরা গর্বিত ও অনুপ্রাণিত।
শিক্ষার্থী মরিয়ম আক্তার বলেন,আমরা চাই প্রতিটি স্কুল-কলেজে এ রকম কর্মসূচি হোক।
অভিযান শেষে ব্যারিস্টার জাহিদ হাসান নিয়মিতভাবে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে প্রত্যাশা করেন,মাওনা চৌরাস্তা এখন শুধু পরিচ্ছন্ন নয়—এটি হয়ে উঠেছে সচেতন শ্রীপুরের প্রতীক।
আপনার মতামত লিখুন :