গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান শিকদারকে বৈষম্য বিরোধী আন্দোলনের এক হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর পৌর এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, মান্নান শিকদারের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, শ্রীপুর পৌর যুবলীগের এই নেতা দীর্ঘদিন ধরে পৌর এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে নানা বিরোধ ও বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় তার নাম উঠে আসে।
এ বিষয়ে জেলা যুবলীগের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, মান্নান শিকদার বৈষম্য বিরোধী আন্দোলনের চলমান হত্যা মামলার অন্যতম আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আইন সবার জন্য সমান। দলীয় পরিচয় বা রাজনৈতিক অবস্থান বিবেচনা না করে আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :