বিদেশে চাকরির ফাঁদে তরুণী পাচার; গ্রেপ্তার-২

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫, ০৬:৪৪ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে সিঙ্গাপুরে পাচার ও বিক্রির অভিযোগে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বাসন থানাধীন পালের মাঠ এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া প্রধান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শ্রীপুরের নিমুরিয়া গ্রামের মো. মাহাবুবুর রহমান (৩০) ও জয়দেবপুরের কাতিয়া গ্রামের মো. সোয়াইব (২৫)।তারা “সিটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস” ও “সোয়াইব এন্টারপ্রাইজ” নামের প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণা ও পাচার কার্যক্রম পরিচালনা করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার বাদী সাহেরা বেগম (৪৫) তার মেয়ে কামরুন্নেছা ঝুমকাকে (২৫) বিদেশে পাঠাতে মাহাবুবুরের সঙ্গে যোগাযোগ করেন। ১ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৭ জুলাই সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে পৌঁছে ঝুমকা জানতে পারেন, তাকে ভুয়া কাগজপত্রের মাধ্যমে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে। পরবর্তীতে সিঙ্গাপুর পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরিবারের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করলে পাচারকারীরা গালিগালাজ করে জানায়, মেয়েটিকে বেশি টাকায় বিক্রি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!