আন্তর্জাতিক উচ্চশিক্ষার মর্যাদাপূর্ণ সূচক টাইমস র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ বাংলাদেশের সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই কৃষি বিদ্যাপীঠ।
বুধবার (৯ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, গাকৃবি গবেষণার মানদণ্ডে বৈশ্বিক পর্যায়ে ৪৬১তম এবং সার্বিকভাবে ৮০১-১০০০ তম অবস্থানে রয়েছে— যা দেশের উচ্চশিক্ষায় এক ঐতিহাসিক মাইলফলক।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান বলেন, এই অর্জন বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতি। গুণগত শিক্ষা ও গবেষণায় আমরা বিশ্বমান প্রমাণ করেছি।
ধারাবাহিকভাবে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গৌরব ধরে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আজ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে।বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরবের প্রতীক গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এটা সত্যিই আনন্দের বিষয়।
আপনার মতামত লিখুন :