ধর্ম নিয়ে কটূক্তি করা যুবকের হাতে ফিলিস্তিনের পতাকা: দায়িত্ব অবহেলায় ৫ পুলিশ প্রত্যাহার

রেজাউল করিম রেজা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫, ০৭:৫৯ পিএম

 ধর্ম অবমাননা ও সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার হওয়া শামীম আশরাফের (৩৮) হাতে ফিলিস্তিনের পতাকা ধরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অভ্যন্তরীণ তদন্তের স্বার্থে এবং দায়িত্ব পালনে গাফিলতির কারণে কোতোয়ালি মডেল থানার পাঁচ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

” জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) দুপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তির অভিযোগে শামীম আশরাফকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়ার সময় তার হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। ঘটনাটি ছবি ও ভিডিওসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

এ নিয়ে পুলিশ বিভাগের ভেতরে ও বাইরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেন। প্রসঙ্গত, অভিযুক্ত শামীম আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Link copied!