ময়মনসিংহের ফুলপুর থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর দুই কিশোরীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, নিখোঁজ কিশোরীরা হলো—সাদিয়া আক্তার তৃপ্তি ও মিথিলা খাতুন। গত ৪ অক্টোবর সকাল ১১টার দিকে ফুলপুর উপজেলার ছনধরা হাটপাগলা এলাকা থেকে তারা নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করেও না পেয়ে সাদিয়ার পিতা মুছলেম উদ্দিন ও মিথিলার মাতা আছমা বেগম ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম অ্যান্ড অপস) এর নির্দেশনায় ওসি (ডিবি) ময়মনসিংহের তত্ত্বাবধানে অভিযান শুরু হয়। এসআই (নিঃ) বিপুল কুমার সাহা, এএসআই (নিঃ) জাহাঙ্গীর কবীর ও সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।
অভিযানের ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গাজীপুর জেলার বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার করা হয়।
পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ডিবি ময়মনসিংহের এই সফল অভিযান আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্বের দৃষ্টান্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :