ময়মনসিংহের মুক্তাগাছায় একটি চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) আখতারুল ইসলাম এর নির্দেশনায় এবং মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এই সাফল্য আসে।
শুক্রবার মুক্তাগাছা থানার একটি চৌকস দল আসামিকে থেকে ধৃত করে। গ্রেপ্তার অভিযানে মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার এসআই নিরস্ত্র মোঃ হাসিবুল হাসান, মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই নিরস্ত্র আনোয়ার শরীফ, এসআই নিরস্ত্র মোঃ মোশারফ হোসেন, এবং এএসআই নিরস্ত্র মোঃ শরিফুল ইসলাম সঙ্গীও ফোর্স সহ অংশগ্রহণ করেন। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা রয়েছে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে কঠোর অভিযান চালিয়ে এই হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশ সুপার কাজি আখতারুল আলম এই সফল অভিযানের জন্য মুক্তাগাছা থানা পুলিশকে ধন্যবাদ জানান এবং বলেন, জেলায় অপরাধ দমনে পুলিশ সবসময় সচেষ্ট রয়েছে।
আপনার মতামত লিখুন :