গাজীপুরের ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র চান্দনা চৌরাস্তা এলাকায় বিএনপি নেতা হান্নান মিয়া হান্নুর মালিকানাধীন ‘নাম্বার ওয়ান হোটেল অ্যান্ড রেস্তোরাঁয়’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় পুরো এলাকা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন মুহূর্তের মধ্যেই হোটেলটির একটি বড় অংশ গ্রাস করে নেয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় কোনো প্রাণহানি বা বৃহৎ বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের চৌরাস্তা মডার্ন স্টেশন সূত্রে জানা যায়, সকাল ৫টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৬টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে হোটেলের এসি, ফ্রিজ, ফ্যান, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ ব্যাপক ক্ষতি হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে দ্রুত অভিযান চালানোয় প্রায় ২ কোটি টাকার সম্পদ রক্ষা সম্ভব হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন ও চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ঘটনাস্থলে থেকে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম তদারকি করেন।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছাই। আগুনের তীব্রতা ছিল ভয়াবহ, তবে দ্রুত পদক্ষেপের ফলে তা আশপাশের ভবনে ছড়িয়ে পড়েনি।
গাজীপুর চৌরাস্তা বাণিজ্যিক এলাকার হৃদয়ে সকালবেলার আগুনের তাপ এখনো যেন ছড়িয়ে আছে আতঙ্কের বাতাসে।
আপনার মতামত লিখুন :