গাজীপুরে অতিরিক্ত দায়রা জজের বাসায় চুরি, আটক-৩

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫, ০৬:২৪ পিএম

বিচারকের বাড়ি গোধূলির গেট। ছবি- প্রতিদিনের কাগজ

গাজীপুর মহানগরীর আজিম উদ্দিন কলেজ রোডে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় অতিরিক্ত দায়রা জজ আবু ইব্রাহীমের সরকারি বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে ‘গোধূলী’ নামের ওই সরকারি বাংলোয় ঘটে এই দুঃসাহসিক চুরি।

সোমবার(২০অক্টোবর)সকালে আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রোববার সকাল পৌনে ১১টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা বাংলোর বারান্দার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা এসি ইনডোর ও আউটডোর ইউনিট, বৈদ্যুতিক সংযোগের তামার তার ও মাটির নিচের তারসহ প্রায় ১ লাখ ১ হাজার ৫৫০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

রোববার সকালে অফিস সহায়ক আল আমিন ফকির ও আনিস বাসভবনে গিয়ে ফটক ভাঙা অবস্থায় দেখতে পান এবং বিচারককে খবর দেন। পরে বিচারক নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, চুরির ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Link copied!