গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ হয়ে যাওয়া টিএনটি বাজার জামে মসজিদের খতিব, আলহাজ্ব ক্বারী মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে (৫২) একদিন পর পাওয়া গেল পঞ্চগড়ের তেতুলিয়ায় গাছের সঙ্গে শিকলবদ্ধ অবস্থায়!
এই দৃশ্য দেখে হতবাক স্থানীয়রা, স্তব্ধ সারাদেশের মানুষ। একজন আলেম, একজন ধর্মপ্রচারক,যিনি প্রতিদিন কুরআনের বাণী শুনিয়ে মানুষকে ন্যায়ের পথে ডাকতেন, তাকেই কে বা কারা এমন নিষ্ঠুরভাবে বন্দি করল? গুম করল?
জানা যায় গত বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো বের হয়েছিলেন ঘর থেকে। সময়টা সকাল ৬টা থেকে ৭টার মধ্যে। এরপর যেন পৃথিবী থেকেই উধাও হয়ে যান তিনি। টঙ্গীর বাতাস ভারী হয়ে ওঠে; মসজিদে নামাজে অনুপস্থিত দেখে উদ্বেগ ছড়িয়ে পড়ে মুসল্লিদের মাঝে।সন্ধ্যার পর তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় ওঠে, আমাদের খতিব সাহেব কোথায়? ইসলামি সংগঠন, আলেম-ওলামা, সাধারণ মানুষ,সবাই এক কণ্ঠে তার সন্ধানের জোর দাবি জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে তিনি রহস্যময় কিছু চিঠি পাচ্ছিলেন। একটির প্রেরক পরিচয়ে লেখা ছিল, ‘ইসকন’।
চিঠিগুলোয় ছিল অশুভ বার্তা, হুমকি, আতঙ্কের ছায়া। কিন্তু কে জানত, সেই হুমকি এত দ্রুত বাস্তব হয়ে উঠবে!
গুমের ঘটনার পর বুধবার রাতেই স্থানীয় আলেমরা ছুটে যান টঙ্গী পূর্ব থানায়। ওসি ওয়াহিদুর জামান তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। ফুটেজে দেখা যায়, সকাল ৬টা ৪৯ মিনিটে মরকুন হাতিল গেট অতিক্রম করছেন খতিব মহিবুল্লাহ, আর ৭টা ১৮ মিনিটে নিমতলি রেললাইন সংলগ্ন পেট্রোল পাম্পের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। তারপরকোনো চিহ্ন নেই!
বৃহস্পতিবার সকালে(২৩ অক্টোবর) ঠিক একদিন পর পঞ্চগড়ের তেতুলিয়া থানার হেলিপ্যাড বাজার এলাকায় এক ভয়াবহ দৃশ্য:একজন আলেম, মাটিতে বসা, হাত-পা শিকলবদ্ধ, চোখে আতঙ্ক আর ব্যথার ছাপ।
স্থানীয়রা কাছে যেতেই মৃদু কণ্ঠে বলেন,আমি টঙ্গীর খতিব মহিবুল্লাহ,মানুষ ছুটে আসে, কেউ কাঁদে, কেউ দৌড়ে ফোন করে ৯৯৯-এ।
খবর পেয়ে পঞ্চগড় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে তিনি পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিকভাবে দুর্বল, কিন্তু জীবিত, এটাই এখন সবার সান্ত্বনা।
গাজীপুর ও পঞ্চগড় দুই জেলায়ই চলছে তীব্র তদন্ত। তবে প্রশ্নের শেষ নেই,কীভাবে একজন মানুষ টঙ্গী থেকে তেতুলিয়া পর্যন্ত গেলেন? কারা তাকে তুলে নিল? কেন? দেশজুড়ে এখন একটাই প্রার্থনা,আল্লাহ, এমন ভয়াবহ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।
অনেকেই বলছেন ধর্মপ্রাণ ,ন্যায়পরায়ণ এক খতিবকে শিকলবদ্ধ অবস্থায় দেখতে হয়েছে আমাদের,এটি শুধু একটি সংবাদ নয়, এটি আমাদের বিবেকের পরাজয়!
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি অপরাধ দক্ষিণ মহিউদ্দিন জানান আমাদের ফোর্স পঞ্চগড়ে গেছেন। ওখানকার আইনি প্রক্রিয়া শেষে টঙ্গীতে নিয়া আসবে।পরে আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।
আপনার মতামত লিখুন :