বুয়েটে সুযোগ না পেলেও ১২ বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় জয় গাজীপুরের সাজিদের

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫, ০৮:০২ পিএম

অধ্যবসায়, মনোবল আর স্বপ্ন,এই তিনের সমন্বয়ে গাজীপুরের মেধাবী শিক্ষার্থী সাজিদ শাহরিয়ার শুভ্র জয় করেছেন বিশ্বের ১২টি শীর্ষ বিশ্ববিদ্যালয়। এক সময় বুয়েটে ভর্তি হতে না পেরে হতাশ হওয়া এই তরুণ আজ বাংলাদেশকে গর্বিত করেছেন যুক্তরাষ্ট্রের নামকরা প্রতিষ্ঠানগুলোতে জায়গা করে নিয়ে।

আইইউটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে সাজিদ ২০২৫ সালের আগস্টে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তাকে স্বাগত জানিয়েছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি বার্কলি ও আরভিন, কলাম্বিয়া, জনস হপকিনস, জর্জিয়া টেক, কার্নেগি মেলন, নিউইয়র্ক, মিনেসোটা, নর্থ-ইস্টার্ন, সাউদার্ন ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ও ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান।

গাজীপুরের জয়দেবপুরে বেড়ে ওঠা সাজিদের বাবা সরকারি কর্মকর্তা, মা একজন শিক্ষক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন কৌতূহলী ও সৃজনশীল। শাহরুখ খানের ‘কাল হো না হো’ সিনেমার ব্রুকলিন ব্রিজ দৃশ্য একসময় তার মনে জ্বালিয়ে দেয় স্বপ্নের প্রদীপ,একদিন তিনিও সেই ব্রিজের সামনে দাঁড়াবেন!

পড়াশোনার পাশাপাশি সাজিদ শর্ট ফিল্ম নির্মাণ, অভিনয় ও ইংরেজি দক্ষতায় নিজেকে গড়ে তুলেছেন অনন্যভাবে। টিউশনি করে নিজের প্রথম চলচ্চিত্র নির্মাণ করে তিনি প্রমাণ করেছেন,স্বপ্ন কখনো অধরা নয়, যদি ইচ্ছে শক্তি থাকে।

শিক্ষার্থীদের উদ্দেশে সাজিদের পরামর্শ, শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ৩.৭০+ সিজিপিএ, শক্তিশালী Statement of Purpose, ইংরেজিতে সাবলীলতা এবং গবেষণায় আগ্রহ সবচেয়ে জরুরি। তৃতীয় বর্ষ থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা ও থিসিসের প্রস্তুতি শুরু করা উচিত।

ভিসা ও ভর্তি প্রক্রিয়ায় তিনি বলেন,নিজের লক্ষ্য, খরচের উৎস ও দেশে ফেরার পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরাই সাফল্যের চাবিকাঠি।

সাজিদের গল্প এখন অনুপ্রেরণার প্রতীক,তিনি প্রমাণ করেছেন, সঠিক দৃষ্টিভঙ্গি আর অদম্য উদ্যম থাকলে ব্যর্থতা নয়, বরং সেটিই সাফল্যের সিঁড়ি হতে পারে।

Link copied!