গাজীপুর মহানগরের বাসন থানার মোল্লা মার্কেট এলাকায় ৬০ বছরের পুরোনো একটি চলাচলের রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দিয়েছে প্রভাবশালী একটি মহল।এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় ৫টি পরিবারের বাসিন্দারা। বাধ্য হয়ে তারা এখন মই বেয়ে নিজেদের বাড়িতে যাতায়াত করছেন।
ভুক্তভোগী ৫ পরিবারের পক্ষ থেকে হারুন অর রশিদ বাদি হয়ে প্রতিবেশী কাজল আক্তার তিসাসহ কয়েকজনের বিরুদ্ধে গাজীপুর সিটির বাসন থানায় থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ফলে ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দিয়ে যাচ্ছেন অভিযুক্তরা।
স্থানীয়দের দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে যেন প্রাচীর অপসারণ করে পুরোনো রাস্তা খুলে দেওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিনের প্রধান চলাচলের পথটি হঠাৎ করেই দখল করে প্রতিবেশী মোসা. কাজল আক্তার তিশা ও তার সহযোগীরা প্রাচীর তুলে দেন। এতে বৃদ্ধ, নারী ও শিশুরা কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন। রোগী পরিবহন ও শিশুদের স্কুলে যাতায়াতও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার এএসআই কামরুল হাসান বলেন, উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।
আপনার মতামত লিখুন :