ভালো কাজের কোন প্যারামিটার হয়না, জিএমপি কমিশনার

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫, ০৬:১৮ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

ভালো কাজের কোনো প্যারামিটার হয় না, সমাজের সামর্থবান মানুষ দায়িত্বশীল আচরণ করলে দেশ পরিবর্তন সম্ভব, সমাজ পরিবর্তন সম্ভব, এমন মন্তব্য করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (ভারপ্রাপ্ত) কমিশনার অতিরিক্ত ডিআইজি জাহিদুল হাসান।

বুধবার (২২ অক্টোবর) সকালে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ কেবল আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণেই সীমাবদ্ধ নয়, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও সমানভাবে অংশগ্রহণ করছে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পুলিশ জনগণের পাশে থাকবে।

এ সময় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আর্থিক সহযোগিতায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ২টি ইসিজি মেশিন ও ৩টি অক্সিজেন পালস মেশিন হস্তান্তর করেন জিএমপি কমিশনার।

জিএমপি কমিশনার আরও বলেন, ভবিষ্যতে হাসপাতালের চিকিৎসক ও রোগীদের সেবার মান উন্নয়নে আরও সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করছি। মানবতার সেবাই আমাদের প্রকৃত পরিচয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আফজালুর রহমান ও সঞ্চালনা করেন ডা. খাইরুল কবির রাজিব। 

আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মহিউদ্দিন আহমেদ, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের সিনিয়র জোনাল ম্যানেজার মনসুর হেলাল, হাসপাতালের সহকারী পরিচালক ডা. ফারহানা আহমেদ, টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান, যুব সংগঠক আকাশ ঘোষ, সাইফুল ইসলাম আকাশ, এনসিপি নেতা আসাদুজ্জামান দিপুসহ চিকিৎসক, কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, জিএমপি কমিশনারের এই উদ্যোগ চিকিৎসা সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগই পারে সমাজে মানবিকতার আলো ছড়িয়ে দিতে।

Link copied!