হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে শলুয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ মামুন মোল্লা , খুলনা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ০৬:৪৮ পিএম

বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মামলার প্রতিবাদে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর সোমবার বিকাল ৪টায় আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারে স্থানীয় এলাকার বাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রংপুর ইউনিয়ন বিএনপি নেতা খোকন তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শলুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন, ঘুনারদ্বারা জামে মসজিদ কমিটির সভাপতি মো. তাইজুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা রুস্তম শেখ, আলমগীর হোসেন, আক্কাস শেখ, দুলাল সরকার, মহিলা দল নেত্রী ঝুমা খান, রিমা ইয়াসমিন, রুপা সরকার, আবু জাফর ছানাসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালদের পক্ষ নিয়ে প্রশাসন কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই এলাকার নিরীহ সাধারণ মানুষ ও স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হয়রানি করছে। তারা নেতৃবৃন্দের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। নেতৃবৃন্দ অবিলম্বে এসব মিথ্যা মামলা তদন্তপূর্বক প্রত্যাহার করার আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শলুয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রিজের মাথায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় প্রায় আধা ঘণ্টা রাস্তার দুই পাশে বিভিন্ন যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়।

Link copied!