শরীফ ওমর টুটুল, গাজীপুর মহানগর: গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় ইয়াসিন এন্টারপ্রাইজ নামক একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৪টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ীর ছাপড়া মসজিদ এলাকা সংলগ্নে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোরের দিকে বাগানবাড়ী এলাকার ছাপড়া মসজিদ সংলগ্ন ইয়াসিন এন্টারপ্রাইজ নামক একটি গোডাউনের একপ্রান্তে আগুন লাগে। পরে তা মুহূর্তের মধ্যে পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করেন।
সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় তিনি আরও বলেন, পানি সংকট থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
আপনার মতামত লিখুন :