গাজীপুরে পাঁচটি আসনে মনোনয়ন দাখিল ৫৩ জনের, সর্বাধিক ২ আসনে

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গাজীপুর যেন পরিণত হয় এক উৎসবের নগরীতে। সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয় ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘিরে সকাল থেকে বিকেল পর্যন্ত দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢল নামে। ব্যানার, স্লোগান, মিছিল আর করতালিতে মুখর ছিল পুরো এলাকা।


আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের কার্যক্রম।

গাজীপুর পাঁচটি সংসদীয় আসনে এদিন মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীর সংখ্যায় সবচেয়ে এগিয়ে গাজীপুর-২ আসন, যেখানে মনোনয়ন দাখিল করেন ১৮ জন।

গাজীপুর-১ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। জামায়াতে ইসলামী থেকে মোঃ শাহ আলম বকশী ও বিএনপি থেকে মোঃ মজিবুর রহমান মনোনয়ন দাখিল করেন। পাশাপাশি জাতীয় পার্টি, গণফ্রন্ট, ইসলামী আন্দোলন, লেবার পার্টি, বাসদ (মার্কসবাদী) ও স্বতন্ত্রসহ একাধিক দলের প্রার্থী মনোনয়ন জমা দেন।

গাজীপুর-২ আসনে সর্বাধিক ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। জামায়াতের মুহাম্মদ হোসেন আলী, বিএনপির মঞ্জুরুল করিম রনি ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন সরকারসহ জাতীয় পার্টি, বাসদ, সিপিবি, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, এনসিপি ও বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

গাজীপুর-৩ আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। জামায়াতের মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিএনপির এস এম রফিকুল ইসলামের পাশাপাশি জাতীয় পার্টি, বাসদ, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ঐক্য জোট, এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

গাজীপুর-৪ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। জামায়াতের সালাহ উদ্দিন আইউবী ও বিএনপির শাহ রিয়াজুল হান্নানের পাশাপাশি জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, সিপিবি, এনপিপি, এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে রয়েছেন।

গাজীপুর-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। জামায়াতের মোঃ খায়রুল হাসান ও বিএনপির এ কে এম ফজলুল হক মিলনের পাশাপাশি জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ফ্রন্ট, গণফোরাম ও জনতার দলের প্রার্থীরা অংশ নিচ্ছেন।

শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ প্রশাসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনজুড়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে মনোনয়ন দাখিল সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করছেন।

এদিকে রাজনৈতিক অঙ্গনজুড়ে এখন আলোচনা— কারা যাচ্ছেন যাচাই-বাছাইয়ের ধাপ পেরিয়ে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় ও কার সাথে কার হতে পারে মূল লড়াই। গাজীপুরজুড়ে শুরু হয়ে গেছে নির্বাচনী উত্তাপের নতুন উদ্দীপনা।

Link copied!