গাজীপুর–৫ আসনে মিলনের মনোনয়নপত্র জমা

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫০ পিএম

গাজীপুর–৫ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য এ. কে. এম ফজলুল হক মিলন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার তিনি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল এবং বিপ্লবী সাধারণ সম্পাদক হারুন উর রশিদ সরকারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

হাজারো দলের নেতাকর্মী এ সময় মিলনের মনোনয়নকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে বিএনপির সক্রিয় উপস্থিতির নতুন বার্তা হিসেবে দেখছেন।

Link copied!