গাজীপুর-২ আসনে ননী–এলিসদের সঙ্গে মনোনয়ন জমা দিলেন রনি

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৭ পিএম

গাজীপুর–২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি নির্বাচনী আচরণবিধি মেনে সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।  সোমবার বিকেল ৪টার দিকে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের কাছে মনোনয়ন দাখিল করেন।

নির্বাচনী আইন অনুযায়ী মাত্র পাঁচজন দলীয় নেতাকে সঙ্গে নিয়ে তিনি কার্যালয়ে প্রবেশ করেন। মনোনয়ন জমা দেয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি, এ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, প্রবীণ আইনজীবী সুলতান উদ্দিন, গাজীপুরের পিপি এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন। বিধিমালা যথাযথভাবে অনুসরণ করায় রিটার্নিং কর্মকর্তা রনিকে ধন্যবাদ জানান।

এর আগে সকালে তিনি স্থানীয় একটি ক্লাবে দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মোনাজাতে অংশ নেন। পরে বিপুলসংখ্যক নেতাকর্মী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত এলেও আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্ধারিত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। মনোনয়ন জমা শেষে রনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, আমি আইন মেনেই জনগণের কাছে যেতে চাই।

Link copied!