চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত গাজীপুর-৫ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থীর

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৯ পিএম

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান বলেছেন, মানুষ এখন আর সংঘাত নয়,শান্তি চায়, স্বস্তি চায়, নিরাপদ জীবন চায়। শান্তিুসম্প্রীতি ও কল্যাণরাষ্ট্রের স্বাদ নিতে চায়। 

খায়রুল হাসান বলেন, সকাল থেকে রাত পর্যন্ত গ্রামুগ্রাম, মহল্লাুমহল্লায় ঘুরে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও মাুবোনদের সঙ্গে কথা বলছি, আলহামদুলিল্লাহ, মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ পরিবর্তন চায়, কল্যাণ চায়, ন্যায়ের সমাজ চায়। তিনি আরও বলেন, ইনশাআল্লাহ গাজীপুরু৫ হবে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত শান্তির জনপদ। এখানে কেউ জুলুম করবে না, কেউ বৈষম্যের শিকার হবে না।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে পূবাইল বাজার রাধা মাধব কেন্দ্রীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের লীলা কীর্তন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে খায়রুল হাসান এসব কথা বলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, সব ধর্মের মানুষই শান্তি চায়, সুখ চায়। যখন কেউ অন্যায় করে, তখন সে নিজেকে শোধরাতে নিজ ধর্মের কাছেই ফিরে আসে। আমরা মানুষকে তার অপরাধ দিয়ে বিচার করবো, তার ধর্ম দিয়ে নয়।

তিনি বলেন, পূবাইলের ঐতিহ্যবাহী বাজারে সনাতন ধর্মাবলম্বীদের লীলাুকীর্তনের মতো ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে সাম্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের গানে গানে শান্তিময় পরিবেশ গড়ে উঠবে এটাই আশা করছি। এই বাংলাদেশ সবার, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নবীনের হাতে আগামীর স্বপ্ন বাস্তবায়ন হোক। আমাদের সবার মধ্যে সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধ জন্ম নিক, তাহলেই সমাজে প্রকৃত কল্যাণ আসবে। পরে তিনি সাংবাদিকদের বলেন,কোরআনের সামাজিক দর্শনের কথা উল্লেখ করে বলেন, কোরআন শুধু ইবাদতের গ্রন্থ নয়, এটি মানবজীবনের পূর্ণাঙ্গ সংবিধান। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সর্বস্তরে এর নির্দেশনা অনুসরণ করলে অন্যায়, বৈষম্য ও দুর্নীতি দূর হবে।

তিনি বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে গড়ে ওঠা নেতৃত্বই কেবল জনগণের জানুমাল, অধিকার ও সম্মান নিশ্চিত করতে পারে। আমরা ক্ষমতার রাজনীতি নয়, কল্যাণের রাজনীতি চাই। প্রতিশোধ নয়, পরিবর্তন চাই। বিভাজন নয়, ঐক্য চাই। এই পথেই ইনশাআল্লাহ গাজীপুরু৫ ও বাংলাদেশ এগিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি গোবিন্দ পোদ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস,কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাসসহ পূবাইল ও কালীগঞ্জ জামাতের নেতা কর্মীরা। 

Link copied!