গাজীপুর মহানগরের সদর থানার চাপুলিয়া এলাকায় জমি জবরদখলের উদ্দেশ্যে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সংঘটিত এই ঘটনায় লোহার রড, দা ও লাঠি নিয়ে হামলা চালিয়ে এক যুবককে হত্যাচেষ্টায় গুরুতর জখম করা হয়। হামলার ঘটনায় নগদ অর্থ ছিনতাই ও সম্পত্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোঃ শুকুর আলী (৬৩) সদর মেট্রো থানায় অভিযোগ করে জানান, পূর্বপরিকল্পিতভাবে মোঃ রুহুল আমিন (৩২), তামান্না ফেরদৌসী আশা (২৮), নাসিমা সুলতানা (৪৫) ও সাইফুল ইসলাম সাব্বির (২৫), তাদের সহযোগী কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসীসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বৈধভাবে ক্রয়কৃত ও ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে। ওই সময় হামলাকারীরা সিমেন্টের সীমানা খুঁটি ও কাঠের বেড়া ভেঙে প্রায় পাঁচ হাজার টাকার ক্ষতি সাধন করে।
বাধা দিতে গেলে অভিযুক্ত রুহুল আমিন লোহার রড দিয়ে শুকুর আলীর ছেলে রাসেল মিয়া (৩৮)–এর মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে। এতে রাসেল মিয়া গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। একই সময় অভিযুক্ত নাসিমা সুলতানা রাসেলের পকেট থেকে নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। অপরদিকে অভিযুক্ত তামান্না ফেরদৌসী আশা জমির ক্রেতা মোঃ জসিম উদ্দিনের ব্যবহৃত একটি দামী স্মার্টফোন কেড়ে নিয়ে ভাঙচুরের চেষ্টা চালায়।
স্থানীয়দের ডাকচিৎকারে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলেও পুনরায় হামলা, জমি দখল ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে আহত রাসেল মিয়া ও জসিম উদ্দিনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, রাসেল মিয়ার অবস্থা এখনো আশঙ্কাজনক।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও জমির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
আপনার মতামত লিখুন :