শরীফ ওমর টুটুল, গাজীপুর মহানগর: গাজীপুর মহানগরীর জিএমপি সদর থানার পশ্চিম জয়দেবপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ সোহেল মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ট্রাক জব্দ করা হয়। পুলিশ জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ২:৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি আভিযানিক দল জানতে পারে যে, শিববাড়ী মোড়স্থ সাতক্ষীরা হোটেলের সামনে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৩:২০ ঘটিকায় পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি নীল রঙের পিকআপ ট্রাকসহ সোহেল মিয়াকে
আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পিকআপ ট্রাকটিতে তল্লাশি চালায় পুলিশ। এসময় ট্রাকের বডির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কস্টেপ দিয়ে মোড়ানো ২৪টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২ কেজি করে মোট ৪৮ কেজি গাঁজা পাওয়া যায়।
গ্রেফতারকৃত সোহেল মিয়া নরসিংদী জেলার সদর থানাধীন পশ্চিম দত্তপাড়া এলাকার মৃত খালেক মিয়ার ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, সে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে এই পিকআপের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড ফোকাল পয়েন্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :