বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক শোকবার্তায় উপাচার্য ড. মুস্তাফিজুর রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য সাহসী নেতৃত্ব। তিনি দীর্ঘ সময় ধরে গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় আপসহীন ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতি এক মহীয়সী রাষ্ট্রনায়ককে হারাল।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সাহস ও দৃঢ়তায় ভরপুর। তাঁর নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শোকবার্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।
শোকবার্তার শেষে বলা হয়, দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে সত্য, ন্যায় ও গণতন্ত্রের পথে পরিচালিত করবে।
আপনার মতামত লিখুন :