গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশের যৌথ দল। শনিবার (২৭ ডিসেম্বর) র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. জালাল হোসেন (৩০), নিহত সুমা আক্তারের (২৮) স্বামী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে পারিবারিক বিরোধের জেরে চান্দনা চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসায় সুমাকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি শশুর বাড়িতে ফোনে জানিয়ে আত্মগোপনে চলে যান।পরে নিহতের পরিবারের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে র্যাব ও পুলিশের একাধিক ইউনিট তদন্ত কার্যক্রম শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ভারতে পালানোর চেষ্টা করছিলেন।
এরপর র্যাব-১, সিপিসি-৩, গাজীপুর ক্যাম্প এবং সংশ্লিষ্ট থানার সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে শুক্রবার দিবাগত রাতে কুড়িগ্রাম জেলার একটি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। র্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :