নবীনগরে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ হোসাইন ইসলাম , নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত অবহিতকরণের লক্ষ্যে জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল এবং আজ (১৩/১৪ জানুয়ারি) দুই দিনব্যাপী আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও গণভোট সংক্রান্ত প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

আজ (১৪ জানুয়ারি, ২০২৬) উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় জোরদার এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আজকের সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, নবীনগর প্রেসক্লাব সভাপতি এম এইচ শান্তিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

Advertisement

Link copied!