চান্দিনায় ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ফখরুল ইসলাম , চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৯ পিএম

কুমিল্লা চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের রানিচড়া গ্রামের আমেরিকান প্রবাসী হেলাল উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে অসহায় ও শীতার্ত প্রায় ৬০০ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার, দোল্লাই নবাবপুর আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোর্শেদ আলম, নাছির উল্লাহ, মোতালেব হোসেন ফটিক, মজিবুর রহমান, জাহাঙ্গীর মেম্বারসহ আশেপাশের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। বক্তারা প্রবাসী হেলাল উদ্দিনের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার আহ্বান জানান।

এসময় প্রবাসী হেলাল উদ্দিন বলেন, “আমি দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও সব সময় আমার এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখব।”

Advertisement

Link copied!