কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শ্রীকাইল সরকারি কলেজের অধ্যক্ষ এ বি এম শিহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ ফয়েজ আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন: প্রভাষক মোঃ শফিকুল ইসলাম, মোঃ কামরুল হাসান (মিকাইল), অভিভাবকদের মধ্যে হারুনুর রশিদ, শিক্ষার্থীদের মধ্যে এনামুল হক ও মোঃ জুয়েল প্রমুখ।
অভিভাবক সমাবেশে শ্রীকাইল সরকারি কলেজ থেকে আসন্ন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়েছে। বক্তারা জানান, শিক্ষকদের পাশাপাশি পরিবার থেকে শিক্ষার্থীদের ওপর আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে।
কলেজ সময়ে ও বাড়িতে পড়ার সময়ে যেন ছাত্র-ছাত্রীরা অন্য কিছুতে জড়িয়ে না পড়ে, সেই দিকে সতর্ক থাকতে হবে। আগামী টেস্ট পরীক্ষায় সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সকল বিষয়ে পাস করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। অভিভাবক সমাবেশে কলেজের অন্যান্য সহকারী অধ্যাপক ও প্রভাষকগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :