বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার প্রয়াণ: শোকের ছায়া

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা আর নেই। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল এবং তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। তার এই অকাল মৃত্যুতে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপদে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ফেরদৌস আরা ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন। ২০২৪ সালের ৯ জানুয়ারি তিনি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

ব্যক্তিগত জীবনে ফেরদৌস আরা এক কন্যা সন্তানের জননী এবং তার স্বামী পেশায় একজন শিক্ষক। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন এবং বড় হন। তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ীর শেখদীতে এবং শ্বশুরবাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দিতে।

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, গত সোমবার ইউএনও মহোদয় অসুস্থ বোধ করলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যান এবং হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যু সংবাদে বাঞ্ছারামপুর উপজেলা সদরে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সহকর্মী ও স্থানীয়রা তার কর্মকালীন সময়ের সততা, দক্ষতা ও অমায়িক ব্যবহারের কথা স্মরণ করে আবেগপ্লুত হয়ে পড়েন।

এদিকে ইউএনও ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। বুধবার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ফেরদৌস আরা একজন কর্তব্যপরায়ণ, দক্ষ ও সদালাপী কর্মকর্তা হিসেবে সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন মেধাবী কর্মকর্তাকে হারালো। বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

Advertisement

Link copied!