বেতন-ভাতাসহ ৯ দফা দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। সোমবার কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শত শত শ্রমিক তাদের ন্যায্য পাওনার দাবিতে স্লোগান দেন ও কর্মবিরতি এবং বিক্ষোভ করেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সময়মতো বেতন, রাতের শিফট ভাতা ও ছুটির পাওনা পরিশোধ করা হচ্ছে না।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রতি মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ, রাতের শিফট ভাতা ১৫০ টাকা নির্ধারণ, বাৎসরিক ছুটির টাকা বছরের শুরুতেই দেওয়া, অসুস্থতাজনিত ছুটিতে হাজিরা বোনাস কর্তন বন্ধ ও মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা।
এছাড়া শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে সাধারণ বাটন ফোন ব্যবহারের অনুমতি, অন্যায় ছাঁটাই বন্ধ ও পদত্যাগ বা ছাঁটাইয়ের ক্ষেত্রে পাওনা তাৎক্ষণিক পরিশোধের দাবি জানানো হয়।
এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা অরোঙ্গজেব খান জানান, শ্রমিকদের গত মাসের বেতন ১৬ তারিখের মধ্যে পরিশোধ করা হবে এবং অন্যান্য দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়নের আশ্বাস দিয়েছি।
গাজীপুর শিল্প পুলিশ–২ এর কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান বলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
উল্লেখ্য, শ্রমিকদের দাবি বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকেরা।
আপনার মতামত লিখুন :