বিডিআর বিদ্রোহ মামলায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৯ সাবেক সদস্য

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ০৮:২৭ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ২০০৯ সালের আলোচিত পিলখানা বিডিআর বিদ্রোহ মামলার বিস্ফোরক আইনে দণ্ডপ্রাপ্ত নয় সাবেক সদস্য। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে দীর্ঘ ১৬ বছর পর তারা কারাগার থেকে মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে ৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে। আরও ৪ জনের জামিনের কাগজপত্র যাচাই-বাছাই চলছে। সব কিছু ঠিক থাকলে তারাও শিগগির মুক্তি পাবেন।

কারা সূত্রে জানা গেছে, পিলখানা ট্র্যাজেডির পর বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় দণ্ডপ্রাপ্ত ওই ৯ জনের জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে বুধবার দুপুরে তাদের মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য -২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত ইতিহাসের ভয়াবহ বিদ্রোহে সেনা কর্মকর্তা ও সদস্যসহ ৭৪ জন নিহত হন। দেশের ইতিহাসে এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে শতাধিক মামলা হয়, যার একটি বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় এই নয়জন দণ্ড ভোগ করছিলেন।

কারাগারের বাইরে মুক্তিপ্রাপ্তদের স্বজনরা দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনদের বরণ করে নেন অশ্রুসিক্ত নয়নে।

Advertisement

Link copied!