গাজীপুর-৫: জামায়াতের নিজস্ব অর্থায়নে সড়ক নির্মাণে সাধারণ মানুষের পাশে খায়রুল হাসান

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫, ০৪:৫৬ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

গাজীপুরের কালিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের ঘোনপাড়া এলাকায় জামায়াতে ইসলামী তার নিজস্ব অর্থায়নে একটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজ উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো: খায়রুল হাসান।

তিনি বলেন, জামায়াতের রাজনীতি মূলত জনগণের কল্যাণে কেন্দ্রিত। রাষ্ট্রীয় ক্ষমতায় না থেকেও আমরা জনগণের সমস্যা সমাধানে কাজ করে আসছি। এই রাস্তা সংস্কারের মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে, যা আমাদের জনকল্যাণমুখী রাজনীতির এক উজ্জ্বল মডেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো: আফতাব উদ্দিন, কালিগঞ্জ পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান, পৌরসভার নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, থানা কর্মপরিষদ সদস্য মো: আমিনুল ইসলাম, স্থানীয় জামায়াত নেতা ও সাংবাদিক হুমায়ুন কবির, মো: আরিফ, মো: আবু তাহের ও মনির হোসেন প্রমুখ।

রাস্তা নির্মাণ কাজটি এলাকার দীর্ঘদিনের চলাচলের সমস্যার সমাধান করবে এবং স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ করবে।

একই সঙ্গে জননেতা খায়রুল হাসান সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ ও কালিগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ও করেন।

জানা যায়, আগামী নির্বাচনে গাজীপুর-৫ আসনে মো: খায়রুল হাসান জনকল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে জনগণের সমর্থন পেতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই সড়ক নির্মাণ তার নির্বাচনী প্রচারে জনগণের নিকট একটি শক্তিশালী বার্তা হিসেবে প্রমাণিত হবে যে, জামায়াত ইসলাম  সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।

Advertisement

Link copied!