গাজীপুরের শ্রীপুরে নকল প্রসাধনী সামগ্রী বিক্রির অভিযোগে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ লাখ টাকার পণ্য জব্দ এবং দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাওনা বাজার সড়কের বিসমিল্লাহ স্টোর ও সততা এন্টারপ্রাইজ-এ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২০ লাখ টাকার বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩০, ৩১ ও ৪১ ধারায় বিসমিল্লাহ স্টোরকে ৩ লাখ টাকা এবং বিএসটিআই আইনসহ একই ধারায় সততা এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতে এমন প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রিফাত বিন জামাল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফিল্ড অফিসার অর্ণব চক্রবর্তী ও ফাহাদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
র্যাব জানায়, নকল প্রসাধনী ব্যবসার মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছিল এ চক্র। অভিযানের মাধ্যমে শ্রীপুরে নকল পণ্য উৎপাদন ও বিক্রির বড় একটি নেটওয়ার্কের সন্ধান মিলেছে।
আপনার মতামত লিখুন :