গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় তিতাস গ্যাসের বিশেষ অভিযানে দুইটি স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন কার্যালয়ের যৌথ এ অভিযানে প্রায় ৭০টিরও বেশি চুলা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে তিন বাড়ির মালিককে ১ লাখ ৬৫ হাজার টাকা ও কাজে বাঁধা দেয়ার অভিযোগে আরেকজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মোট অর্থদণ্ডের পরিমাণ ২ লাখ ৬৫ হাজার টাকা।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুমি রাণী দাস। তিনি জানান, দণ্ডবিধি অনুযায়ী অর্থদণ্ড আদায় ছাড়াও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিপণন ব্যবস্থাপক মোস্তফা মাহবুব বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। নিয়মিত অভিযান চলবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পরবর্তী অভিযান আরও কঠোর হবে বলে জানিয়েছেন তিতাস কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :