জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার দাবিতে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন’ এখন সময়ের অনিবার্য দাবি বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর জামায়েতে ইসলামীর বক্তারা।
মঙ্গলবার (১৪অক্টোবর) সকাল ১১টার দিকে জুলাই সনদের আইনি স্বীকৃতি, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
নগরীর ব্যস্ততম ভাওয়াল রাজবাড়ি সড়ক সংলগ্ন এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
মানববন্ধন থেকে বক্তারা দাবি জানান—আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের মাধ্যমে জনসমর্থন যাচাই করতে হবে।জুলাই সনদই জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ।
বক্তারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ অপরিহার্য।
দেশে চলমান ফ্যাসিস্ট সরকারের দমন,নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার না হলে জাতি কখনো মুক্তি পাবে না।একই সঙ্গে তারা স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিও তোলেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের আমির ও গাজীপুর–৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আইউবী।
এ সময় বক্তব্য রাখেন—মহানগর জামায়াতের নায়েবে আমির ও গাজীপুর–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. হোসেন আলী, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন, ড. হাফিজুর রহমান, এডভোকেট শামসুল হক ভূঁইয়া, এডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল, ডা. আমজাদ হোসেন খান, এডভোকেট সাদিকুজ্জামান খান, এবং ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি রেজাউল ইসলামসহ বিভিন্ন থানা জামায়াতের আমির ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, দমনমূলক শাসনের অবসান ও সুশাসন প্রতিষ্ঠার একমাত্র পথ হলো জুলাই সনদ বাস্তবায়ন।
তারা আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে জনগণনির্ভর রাজনৈতিক সংস্কৃতি ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে।
আপনার মতামত লিখুন :