আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সবচেয়ে জনপ্রিয় সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছেন গাজীপুর মহানগর বিএনপি নেতা ও ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এই আসনে হান্নুর জনপ্রিয়তার ধারে কাছেও কেউ নেই।
তারেক রহমানের নজরে আনার জোর দাবি তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার রাত সাড়ে ১০টার দিকেভগাজীপুর মহানগরীর ২৬ নং ওয়ার্ডের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে হান্নুর জনপ্রিয়তার বিষয়টি পৌঁছে দেওয়া জরুরি। তারা বলেন, গাজীপুর-২ আসনের প্রত্যেকটি ভোটার ও সাধারণ মানুষ নিজেদের ‘হান্নু’ মনে করছে—এমন জনসমর্থনই আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের মূল শক্তি হবে।
বক্তারা আরও বলেন, সিটির ৮টি ওয়ার্ড ও বাড়িয়া ইউনিয়নে যুগপৎ প্রচারণা শুরু করতে হবে। হান্নান মিয়া হান্নু স্থানীয় নির্বাচনে ৯ বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর হিসেবে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন পর পর তিনবার।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় নেতারা যদি সঠিকভাবে তথ্য ও জনপ্রিয়তা বিবেচনা করেন, তবে তারেক রহমান গাজীপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন হান্নান মিয়া হান্নুকেই দেবেন।
এ সময় উপস্থিত এলাকাবাসী বলেন, হান্নুর অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার ধারেকাছেও নেই বিএনপির অন্য কোনো প্রার্থী। মনোনয়ন পেলে তিনি গাজীপুর-২ আসনটি বিএনপিকে উপহার দিতে সক্ষম হবেন তিনি।
আপনার মতামত লিখুন :