পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করাই আমার প্রথম অগ্রাধিকার’ -জিএমপি কমিশনার

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ০৫:৪৬ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান বলেছেন,পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করাই আমার প্রথম অগ্রাধিকার। একজন সদস্য যখন নিশ্চিন্তে পরিবার নিয়ে থাকতে পারেন, তখনই তিনি জনগণের জন্য সর্বোচ্চ সেবা দিতে পারেন। তাই প্রতিটি সদস্যের ব্যক্তিগত, পারিবারিক ও কর্মজীবনের কল্যাণে জিএমপি সর্বোচ্চ গুরুত্ব দেবে।

বুধবার (১৫ অক্টোবর)  দুপুর ১২টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে  গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান এসব কথা বলেন। 

কল্যাণ সভায় জিএমপি কমিশনার দায়িত্বশীল, শৃঙ্খলাপরায়ণ ও জনবান্ধব পুলিশ গঠনের প্রত্যয় ব্যক্ত করে বলেন,গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের হতে হবে আরও মানবিক, সৎ ও জবাবদিহিমূলক। মনে রাখতে হবে, আমরা জনগণের সেবক,তাদের কাছে জবাবদিহি করাই পুলিশের সবচেয়ে বড় শক্তি।

এসময় পেশাদারিত্বে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার।

এরপর তিনি বিভিন্ন ইউনিট থেকে আগত সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। সদস্যরা তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত সমস্যা এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। কমিশনার তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমস্যা সমাধানের নির্দেশনা প্রদান করেন।

সভা শেষে পুলিশ কমিশনার আরও বলেন একটি সুশৃঙ্খল, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে আমাদের প্রতিদিনের কাজ হতে হবে জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে ওঠা। জিএমপি হবে সেই শক্তি, যাদের পাশে জনগণ নিশ্চিন্তে থাকবে। তিনি গাজীপুরবাসীর শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন,উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) মোহাম্মদ জাহিদ হোসেন ভূঞা,,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আশরাফুল ইসলাম ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী কমিশনার ও অফিসার ইনচার্জবৃন্দ।

Advertisement

Link copied!