আলিম পরীক্ষা ২০২৫-এর ফলাফলে আবারও দেশের শীর্ষস্থান অর্জন করেছে গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। অসাধারণ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)।
বৃহস্পতিবার বিকেলে মাদরাসার পরীক্ষা ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দ ও গর্বের উৎসবে।
উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মুখে ফুটে ওঠে গর্বের হাসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রিজওয়ানুল হক।
অনুপ্রেরণামূলক বক্তব্যে তিনি বলেন, তা’মীরুল মিল্লাত শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আলোকিত চিন্তা ও চরিত্র গঠনের কেন্দ্র। এখানকার শিক্ষার্থীরা শুধু ভালো ফল নয়, মানবিকতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণে নিজেদের সমৃদ্ধ করছে। আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ পরিবর্তনের অগ্রদূত হবে ইনশাআল্লাহ।
প্রধান আলোচক ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাকসুর ভিপি মুহাম্মদ ইকবাল কবির, বিশেষ অতিথি ছিলেন টাকসুর সাবেক ভিপি হাসনাইন আহমেদ ও বর্তমান জিএস সাইদুল ইসলাম সাঈদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এজিএস মঈনুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন টাকসুর অর্থ সম্পাদক মুর্তজা হাসান ফুয়াদ, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ কেন্দ্রীয় ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের হৃদয়ছোঁয়া মুহূর্তে কৃতী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় রঙিন ফুল ও অভিনন্দনস্মারক। ফুলেল শুভেচ্ছা, হাসি আর আনন্দে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। পরে অতিথি ও শিক্ষার্থীরা একসঙ্গে মিষ্টিমুখ করেন—রসগোল্লা, সন্দেশ, লাচ্ছা সেমাই ও চকলেটের মিষ্টিতে ভরে ওঠে পুরো কক্ষ।
শিক্ষার্থীদের চোখে ভবিষ্যতের স্বপ্ন আর হাতে সাফল্যের প্রতীক ফুল,এই দৃশ্য যেন শিক্ষা ও চরিত্র গঠনের বিজয়গাঁথা। অসাধারণ সাফল্যে উচ্ছ্বাস—শিক্ষার্থীদের সংবর্ধনায় আনন্দে ভাসলো পুরো ক্যাম্পাস।
উল্লেখ্য, ২০২৫ সালের আলিম পরীক্ষায় দেশের সর্বাধিক এ+ অর্জন করে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী আবারও শীর্ষে উঠে এসেছে। এই সাফল্যে মাদরাসা প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :