দুঃশাসনের অবসান ঘটিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াত — খায়রুল হাসান

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫, ০৫:৩৪ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো. খায়রুল হাসান বলেছেন, দেশের জনগণ এখন দুঃশাসন ও অবিচারের অবসান চায়। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। তাই আগামী নির্বাচনে জনগণ নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করে পরিবর্তনের স্রোত বইয়ে দেবে, ইনশাআল্লাহ।

তিনি জোর দিয়ে বলেন, আমরা দুঃশাসন নয়, মানবিক বাংলাদেশ চাই, যেখানে থাকবে ন্যায়, স্বচ্ছতা, নিরাপত্তা ও জনগণের সম্মান।

শুক্রবার সকালে গাজীপুর-৫ আসনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল হাসান আরও বলেন, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট ও বৈষম্য দূর করে একটি স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাটের কোনো স্থান থাকবে না। জনগণ এখন পরিবর্তন চায়, তারা আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতীকেই ভোট দেবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মো. আফতাব উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালক মো.মোখলেছুর রহমান খান, উপজেলা নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামাল ও উপজেলা সেক্রেটারি তাজুল ইসলাম।

কর্মশালায় কালিগঞ্জ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারি, কর্মপরিষদ এবং টিম সদস্যরা উপস্থিত ছিলেন।

Link copied!