গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শত শত শ্রমিক। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে তারা পল্লী বিদ্যুৎ এলাকার দশতলা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখলে পুরো এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। ভোর থেকে অফিসগামী যাত্রী, স্কুলের শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।
শ্রমিকরা অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ গত দুই মাস ধরে তাদের বেতন পরিশোধ করেনি। বারবার আশ্বাস ও নোটিশ দিলেও টাকা না পাওয়ায় সকালে কারখানায় এসে বন্ধ গেট দেখে ক্ষোভে ফেটে পড়েন তারা। এরপরই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
একজন নারী শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই মাস ধরে আমরা বেতন পাইনি। বাসাভাড়া, বাজার কিছুই দিতে পারছি না। সকালে এসে দেখি গেট বন্ধ,তখন রাগে রাস্তায় নেমে আসি।
অন্য এক শ্রমিক জানান, কর্তৃপক্ষ শুধু নোটিশ দেয়, কিন্তু টাকা দেয় না। আমাদের ঘরে এখন চুলা জ্বলে না। আমরা টাকা না পেলে কাজ করব কীভাবে? খাব কী?
অবরোধের কারণে কোনাবাড়ী থেকে চন্দ্রা, বোর্ডবাজার ও আশপাশের রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়। রোদে দাঁড়িয়ে থাকতে হয় শত শত যাত্রীকে। অনেকে বিকল্প পথে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান বলেন, শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, যেন দ্রুত সমাধান হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল। স্থানীয়রা জানান, বেতন পরিশোধের দ্রুত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।
আপনার মতামত লিখুন :