মেধা, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই -হান্নান মিয়া হান্নু

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫, ১২:০১ এএম

ছবি- প্রতিদিনের কাগজ

শিক্ষার্থীদের মেধা, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর বিএনপি নেতা, সাবেক ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও গাজীপুর-২ আসনের সবচেয়ে জনপ্রিয় সম্ভাব্য বিএনপির প্রার্থী হান্নান মিয়া হান্নু।

শনিবার (১৮ অক্টোবর) রাতে গাজীপুরের জয়দেবপুর বিলাশপুর কনভেনশন সেন্টারে গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হান্নান মিয়া হান্নু বলেন—একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশের জন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি নিয়মিত খেলাধুলা অত্যন্ত জরুরি। খেলাধুলা মনোযোগ বাড়ায়, মানসিক চাপ কমায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং দলবদ্ধভাবে কাজ করতে শেখায়। এটি নেতৃত্বের প্রথম পাঠ।

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় এবং চরিত্রে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় পর্যায় থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করতে হবে।

সভায় উপস্থিত অতিথিরা বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়,এটি নৈতিকতা, শৃঙ্খলা ও দলবদ্ধতার শিক্ষা দেয়। একজন ভালো খেলোয়াড় জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে।

সভায় উপস্থিত ছিলেন, নবারুণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অনীল মণ্ডল,গাজীপুর আইডিয়াল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান মাসুদ,গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেট্রো সদর থানার সভাপতি, বাদল আহম্মেদ,গ্লোবাল পাবলিক স্কুলের পরিচালক,শাহাদাত হোসেন, সাইফুলস মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, প্রমুখ। 

সভায় অতিথিদের মধ্যে অনেকে বলেন, খেলাধুলা শিশুদের জীবনের মূল দিকনির্দেশনা দেয় এবং তাদের আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলে।

শেষে হান্নান মিয়া হান্নু শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,আপনারা শুধু পরীক্ষার ফল ভালো করার জন্য নয়, বরং সৎ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ার শিক্ষা দিন। মাঠে নামান, খেলাধুলায় উৎসাহ দিন,তাহলেই আমরা একটি মেধাবী ও মানবিক বাংলাদেশ গড়তে পারবো।

Link copied!