গাজীপুরের জয়দেবপুর থানার কাইজানুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে প্রকাশ্যে চলা জুয়ার আসর থেকে ৯ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালিত করে জয়দেবপুর থানা পুলিশ।
ওসি তৌহিদ আহমেদের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার করের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন থানার একাধিক কর্মকর্তা।
এ সময় ঘটনাস্থল থেকে ৩৮ হাজার ৬৯০ টাকা ও ৫২টি তাস জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাগর হোসেন (৪৩), আজিজুল হক (৪০), মফিজুল ইসলাম (৫১), কামাল হাসান (৩০), হেলাল উদ্দিন (৫০), কমল রায় (৪৫), নুরুল ইসলাম (৬৫), মোস্তফা (৩৫) ও আবুল কালাম (৪৩)।
পুলিশ জানায়, রাত ১০টা ৫৫ মিনিটে অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করা হয় জিজ্ঞাসাবাদে তারা জুয়া খেলার কথা স্বীকার করেছে।
জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, অবৈধ জুয়া, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে পুলিশের শূন্য সহনশীলতা অব্যাহত থাকবে। এলাকাকে নিরাপদ রাখতে নিয়মিত অভিযান চলবে।
আপনার মতামত লিখুন :