গাজীপুরে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক হোসাইন আলী বাবুর সঙ্গে দায়িত্ব পালনকালে অমানবিক আচরণ করেছেন শ্রীপুর থানার এসআই আলমগীর হোসেন। একটি মামলার বাদির বক্তব্য নেয়ার সময় এস আই আলমগীর সাংবাদিক বাবুর হাতের মোবাইল ছুড়ে ফেলেন।ফলে তাকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে শ্রীপুরে সংবাদ সংগ্রহের সময় ওই পুলিশ কর্মকর্তা সাংবাদিক বাবুর ব্যবহৃত মোবাইল ফোনটি হাতে থাকা অবস্থায় ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর বিষয়টি দ্রুতই গাজীপুর জেলা পুলিশ সুপারের নজরে আসে। ঘটনার সত্যতা যাচাই শেষে গাজীপুর পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেকের নির্দেশে এসআই আলমগীরকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করেন।
স্থানীয় সাংবাদিক সমাজ ও গণমাধ্যমকর্মীরা এই ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তারা বলেন, সংবাদকর্মীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়।
এই ঘটনায় গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই পুলিশ সুপারের এই পদক্ষেপকে গণমাধ্যমবান্ধব ও ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন।
যমুনা টেলিভিশনের প্রতিনিধি হোসাইন আলী বাবু বলেন, আমি আমার দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ এসআই আলমগীর এসে মোবাইল ছুড়ে ফেলেন। বিষয়টি আমি পুলিশ সুপারকে জানালে তিনি দ্রুত ব্যবস্থা নেন। এজন্য পুলিশ প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞ।
পুলিশ সূত্রে জানা গেছে, শৃঙ্খলাভঙ্গ ও সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এসআই আলমগীরকে পুলিশ লাইন হাজির (ক্লোজ) করা হয়েছে এবং পরবর্তী বিভাগীয় তদন্ত চলছে।
সাংবাদিক সমাজ আশা করছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নেবে।
আপনার মতামত লিখুন :